স্ত্রীর করা মামলায় সাময়িক বরখাস্ত পুলিশ কর্মকর্তা
ময়মনসিংহ রেঞ্জের সাবেক সহকারী পুলিশ সুপার বর্তমানে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত এস এম আসিফ আল হাসানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
আসিফের বিরুদ্ধে তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করে সরকার।
মঙ্গলবার (১৭ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সহকারী পুলিশ সুপার আসিফ আল হাসানকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন প্রকাশ করেছে। গত ১৫ জুন প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহ রেঞ্জের সাবেক সহকারী পুলিশ সুপার বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত এস এম আসিফ আল হাসানের বিরুদ্ধে তার স্ত্রী ডিএমপির শাহজাহানপুর থানায় গত ১ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেন। তিনি ওই মামলায় ১৯ জানুয়ারি হাইকোর্ট বিভাগ থেকে এবং ১৬ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ থেকে জামিন লাভ করেন। বিএসআর পার্ট-১ এর বিধি ৭৩ এর নোট ২ অনুসারে কোনো কর্মকর্তা আটক/গ্রেফতার হওয়ার দিন থেকে সাময়িক বরখাস্ত বলে বিবেচিত হবে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় অনুযায়ী জামিনপ্রাপ্ত কর্মকর্তা ‘টেকেন ইনটু কাস্টুডি’ বলে গণ্য হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এস এম আসিফ আল হাসানকে ২০১৮ এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১৯ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
টিটি/এমএএইচ/জিকেএস