বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়তে পারে
আগামী ২৫ জুনের পর বৃষ্টি কমতে পারে/ ফাইল ছবি
গত ১৬ জুন থেকে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত গতকাল বৃহস্পতিবার থেকে কিছুটা কমেছে। তবে আগামী ২৫ জুনের পর বৃষ্টি আরও কমতে পারে। এর মধ্যে তাপমাত্রা ওঠানামা করতে পারে। আজ শুক্রবার দেশের অধিকাংশ জেলায় বৃষ্টির আভাস থাকলেও তাপমাত্রা বাড়ার আভাসও দিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (২০ জুন) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, বর্ষাকালে ভারী বৃষ্টি না হলে গরম খুব বেশি কমে না। আবার গত কয়েকদিনের তুলনায় বৃষ্টিপাত কিছুটা কমেছে। তাই তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস টাঙ্গাইলে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়।
আরএএস/কেএসআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ২ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৩ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৪ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত
- ৫ দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগাতে হবে: মেয়র শাহাদাত