ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রপ্তানিমুখী শিল্পে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৯ পিএম, ২২ জুন ২০২৫

রপ্তানিমুখী শিল্পে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ সমস্যার সমাধানে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল।

শনিবার (২১ জুন) নারায়ণগঞ্জের কয়েকটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে শিল্প মালিকদের এ আশ্বাস দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিটিএমএ জানায়, আড়াইহাজার, রূপগঞ্জ এবং ভূলতা এলাকার রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছে এবং জ্বালানি সংকটের কারণে উৎপাদন সক্ষমতার অধিকাংশ অব্যবহৃত থাকায় মিল কারখানাগুলো অচিরেই বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। এমন তথ্যের পরিপ্রেক্ষিতে ২১ জুন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্নাসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, ভূলতাসহ আশেপাশের টেক্সটাইল শিল্প কারখানা পরিদর্শন করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের প্রকৃত অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বিটিএমএর সদস্য মিল এন.জেড ফেব্রিক্স লিমিটেড, মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফারিহা স্পিনিং মিলস লিমিটেড ও নান্নু স্পিনিং মিলস লিমিলেডসহ আরও কিছু শিল্পকারখানা পরিদর্শন করেন।

পরিদর্শন দলের সঙ্গে বিটিএমএ ভাইস প্রেসিডেন্ট মো. সালেহ উদ্দিন জামান খান এবং পরিচালক মো. আজাহার কাহান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এনএস/এসএনআর/জিকেএস

বিজ্ঞাপন