বৃষ্টি কমে বাড়তে পারে গরম

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। শনিবার দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে তাপমাত্রা উঠেছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
শনিবার ভারী বৃষ্টি হয়েছে কেবল চট্টগ্রাম বিভাগে। সর্বোচ্চ ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে। গতকাল এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রোববার (২২ জুন) আবহাওয়া অফিস জানিয়েছে, আজও সারাদেশে বৃষ্টিপাত কম হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
রোববার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, ২৫ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে পারে। এর আগে বৃষ্টিপাত কম হতে পারে, থাকবে ভ্যাপসা গরম।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বান্দরবানে।
বিজ্ঞাপন
আরএএস/এএমএ/জেআইএম
বিজ্ঞাপন