ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৩৯ দিন ধরে নগর ভবনে তালা

মেয়র পদে শপথের দাবিতে ইশরাক সমর্থকদের বিক্ষোভ চলছেই

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫১ পিএম, ২২ জুন ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকরা।

আজ রোববার (২২ জুন) বেলা ১১টা থেকে এই বিক্ষোভ শুরু করেন তারা। এ নিয়ে ৩৯ দিনের মতো নগর ভবনে তালা ঝুলছে। ফলে সেবা বঞ্চিত হচ্ছেন ঢাকা দক্ষিণের প্রায় এক কোটি নাগরিক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মেয়রের দাবিতে ইশরাক সমর্থকদের বিক্ষোভ চলছেই

রোববার (২২ জুন) সরেজমিনে দেখা যায়, নগর ভবনে ঢোকার প্রধান ফটকে তালা লাগানো। ফলে ভবনের ভেতরে কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহিতারা ঢুকতে পারছেন না। ফটকের সামনে ইশরাক সমর্থকরা বিক্ষোভ করছেন। তারা ইশরাককে দ্রুত সময়ের মধ্যে শপথ পাঠ করে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে স্লোগান দিচ্ছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই কর্মসূচিতে অংশ নিয়েছেন গোপীবাগের বাসিন্দা আমিনুল হক। তিনি বলেন, ২০২০ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে ইশরাক বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু নির্বাচনী ফলাফল কারচুপি করে শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন এ ফলাফল বাতিলের দাবিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন ইশরাক। পরে নির্বাচনী ট্রাইবুনাল ইশরাক হোসেনকে বিজয়ী করে। নির্বাচন কমিশনও ইশরাককে মেয়র ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করে। কিন্তু এ গেজেট প্রকাশের দুই মাসের বেশি সময় পরও ইশরাককে শপথ পড়ায়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাই তারা আন্দোলন করছেন।

হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত সেবার জন্য নগর ভবনে যান কাকরাইলের মাসুদ হোসেন। কিন্তু নগর ভবনে তালা দেখে তিনি ফিরে যান। আলাপকালে মাসুদ বলেন, তার হোল্ডিং ট্যাক্স নির্ধারণ নিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে জটিলতার সৃষ্টি হয়েছে। এটির সমাধানের জন্য এক মাসের বেশি সময় নিয়ে ঘুরছি। কিন্তু আন্দোলনের কারণে নগর ভবনে ঢুকতেই পারছি না। সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরও নগর ভবনে যেতে পারছেন না।

বিজ্ঞাপন

এমএমএ/এসএনআর/জিকেএস

বিজ্ঞাপন