ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রাথমিক শিক্ষকদের সমাবেশে সংহতি জানালো এনসিপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২২ জুন ২০২৫

‘জাতীয়করণ করা প্রাথমিক শিক্ষকদের বিগত সরকারের সৃষ্ট আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে’ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের একদল শিক্ষক। তাদের এ সমাবেশে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২২ জুন) দুপুর ১টা ৫০ মিনিটে দলটির সদস্যসচিব আখতার হোসেন কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হয়ে সংহতির বার্তা দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আখতার হোসেন বলেন, অত্যন্ত ন্যায়সংগত কিছু দাবি নিয়ে শিক্ষকরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। শিক্ষকদের তিন দফা দাবির সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। বাংলাদেশের যত মানুষ সাক্ষরতা অর্জন করেন, ন্যূনতম সাক্ষরতার মানদণ্ড যাদের হাত ধরে নিশ্চিত হয় সেই মানুষেরাই আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সরাসরি আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত রয়েছেন। বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থী সমাজকে দীর্ঘসময় ধরে অবহেলিত জীবনযাপন করতে হয়েছে। উন্নত বিশ্বে যেখানে প্রাথমিকের শিক্ষকদের সব থেকে বেশি সুযোগ-সুবিধা দেওয়া হয় সেখানে আমাদের শিক্ষকদের নানা বৈষম্যের মধ্যে ফেলে রাখা হয়েছে।

তিনি বলেন, শিক্ষকসহ সবকিছুর বৈষম্যের বিরুদ্ধে ২৪ এর গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। দেশে আর কোনো বৈষম্য থাকবে না এটি আমাদের প্রত্যাশা। সরকারের কাছে আমরা আহ্বান জানাই সরকার যেন শিক্ষকদের সব দাবি-দাওয়া মেনে নেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে সকাল ১০টায় প্রাথমিক শিক্ষক সমিতি (জাতীয়করণ করা) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ শুরু করেন সারাদেশ থেকে আশা শিক্ষকরা।

শিক্ষকদের তিন দফা দাবি
• অর্থ মন্ত্রণালয়ের ২০২০ সালের ১২ আগস্টের টাইম স্কেল সংক্রান্ত অবৈধ চিঠি প্রত্যাহার করা।
• ৫০ শতাংশ অর্থাৎ কার্যকর চাকরিকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা দেওয়া।
• বাদপড়া প্রধান শিক্ষকদের শিক্ষক গেজেট প্রকাশ করা।

বিজ্ঞাপন

এনএস/এমএএইচ/জিকেএস

বিজ্ঞাপন