ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইসির নিবন্ধন পেতে চায় ১৪৭ রাজনৈতিক দল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫৬ এএম, ২৩ জুন ২০২৫

জাতীয় ফুল ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে এনসিপি। এছাড়া চাবি প্রতীকে নিবন্ধন চেয়েছে জনতার দল।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন পেতে অন্তত ১৪৭টি দল নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। রোববার বিকেলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্বাচনকে সামনে রেখে গত ১০ মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বান করা হয়। ২০ এপ্রিলের মধ্যে আবেদন করে ৬৫টি নতুন রাজনৈতিক দল।

এরপর জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৪৬টি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধন আবেদনের সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাতীয় ফুল শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে এনসিপি। পছন্দের প্রতীকের তালিকায় শাপলা ছাড়াও কলম ও মোবাইল রেখেছে দলটি। এছাড়া চাবি প্রতীকে নিবন্ধন চেয়েছে জনতার দল।

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের দল বাংলাদেশ আমজনগণ পার্টি আনারস, কলম বা ঘণ্টা প্রতীক চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছে।

বিজ্ঞাপন

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। সম্প্রতি নিবন্ধন স্থগিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। আর আদালতের আদেশে নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জাময়াতে ইসলামী। গত বছরের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত উচ্চ আদালতের নির্দেশে নিবন্ধন পেয়েছে ৬টি দল।

এমওএস/এমএসএম

বিজ্ঞাপন