ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কামরাঙ্গীরচরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৩ জুন ২০২৫

কামরাঙ্গীরচর থানার মাদবরবাজার বেড়িবাঁধ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্রে আঘাতে মো. রকি (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (২২ জুন) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতকে নিয়ে আসা প্রতিবেশী মো. রুবেল বলেন, কামরাঙ্গীরচরের মাদবরবাজার বেড়িবাঁধ এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে পলাশ মেম্বার রকিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআরএম/জেআইএম

বিজ্ঞাপন