ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ব্যবসা-বাণিজ্য ও রাজস্ব আদায় গতিশীল করতে উপদেষ্টা পরিষদ কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:১৯ এএম, ০১ জুলাই ২০২৫

ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল করতে পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। সোমবার (৩০ জুন) এ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা; বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা।

কমিটি দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন এবং এ সব বিষয় আরও গতিশীল করতে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

কমিটির বৈঠক প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরএমএম/জেএইচ/জেআইএম