ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১১ এএম, ০২ জুলাই ২০২৫

রাজধানীর চকবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মোরশেদ আলম তানিম (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

নিহতের মামা তারেক হোসেন জানান, মঙ্গলবার রাতে তারা জানতে পারেন চকবাজারের বাককুশা বাজারের সামনে তানিম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কে বা কারা তানিমকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি।

আরও পড়ুন

তিনি আরও জানান, তানিম লক্ষ্মীপুরের রায়পুরা থানার উত্তর সোনাপুর গ্রামেন ফিরোজ আলমের সন্তান। তার ভাগনে পুরান ঢাকার আহমেদ ভবানী একাডেমি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/ইএ/এমএস