সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৮৭
ফাইল ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪৭২ জন।
শুক্রবার (৪ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৭২ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৪৮৭ জনকে।
অভিযানে ৭.৬২ মি.মি চায়না এসএমজি ১টি, একনলা বন্দুক ৪টি, রিভলবার ১টি, ওয়ান শুটারগান ১টি, ম্যাগজিন ১টি, সিলিং ১টি, এসএমজির ৭.৬২ মি.মি. খালি খোসা, ৩০ রাউন্ড, কার্তুজ ২টি, ছুরি ১টি, চাপাতি ১টি, সুইচ গিয়ার ১টি, দাঁ ১টি, স্টিলের কিরিচ ১টি, স্টিলের হাতলযুক্ত লোহার সাইকেলের চেইন উদ্ধার করা হয়েছে।
কেআর/জেএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো
- ২ পল্টনে ফুটপাতে অচেতন অবস্থায় পড়েছিলেন এক ব্যক্তি, ঢামেকে মৃত্যু
- ৩ শাহজালালে লাগেজ কাটা বন্ধে বডি ওর্ন ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন
- ৪ দিপু হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে: ধর্ম উপদেষ্টা
- ৫ প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত