চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা সংলগ্ন এলাকা থেকে মো. আইয়ুব (৪৬) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-৭ এর একটি দল গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আইয়ুব রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতার আইয়ুবকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র্যাব।
এসএনআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ সাতক্ষীরায় হবে ১৪ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ব্যয় ১৪০ কোটি টাকা
- ২ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ৩ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৪ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৫ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস