ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পণ্য সরবরাহের নামে টাকা হাতিয়ে নিচ্ছে এক চক্র, সতর্ক করলো টিসিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:১৫ পিএম, ০৮ জুলাই ২০২৫

টিসিবির নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছে তাসনিম ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠান। তবে এই প্রতিষ্ঠারে সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে টিসিবি।

মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সরকারি সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাসনিম ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠান মসুর ডাল, চিনি ও পরিশোধিত সয়াবিন তেল আমদানির অনুমোদন সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের এক পত্রের বরাতে টিসিবিতে পণ্য সরবরাহ দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নিচ্ছে।

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের ওই পত্রে তাসনিম ট্রেডার্স নামের প্রতিষ্ঠানের সঙ্গে টিসিবির কোনো চুক্তি বা সংশ্লিষ্টতা নেই। ওই প্রতিষ্ঠানের সঙ্গে টিসিবির কোনো কার্যক্রমও নেই।

এতে আরও বলা হয়, তাসনিম ট্রেডার্স নামের প্রতিষ্ঠানের সঙ্গে টিসিবি সংশ্লিষ্ঠ বা টিসিবির নামে বিভ্রান্তি এড়াতে কোনো আর্থিক লেনদেন না করতে সবাইকে অনুরোধ করা হলো।

এনএইচ/কেএসআর