ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকা-নারিতা ফ্লাইট চালুর সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী জাপান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৪ জুলাই ২০২৫

বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহ প্রকাশ করেছে জাপান এয়ারলাইন্স (জেএএল)। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিদ্ধান্তে গত ১ জুলাই থেকে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত রয়েছে।

সোমবার (১৩ জুলাই) এক বার্তায় জানানো হয়, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীর সঙ্গে জেএএলের ভাইস-প্রেসিডেন্ট আবে মটোহিসার টোকিওতে অনুষ্ঠিত এক বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি।

বৈঠকে রাষ্ট্রদূত দাউদ আলী দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান জনগত চলাচল ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন এবং জেএএলকে টোকিও-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান জানান, যেন পারস্পরিক সংযোগ সহজতর হয় এবং অর্থনৈতিক কার্যক্রমে গতিশীলতা আসে।

জেএএলর ভাইস প্রেসিডেন্ট জানান, বর্তমানে প্রতি বছর প্রায় ৭০ হাজার যাত্রী টোকিও-ঢাকা রুটে সংযোগ ফ্লাইটের মাধ্যমে যাতায়াত করেন, যা এই রুটে সরাসরি ফ্লাইট চালুর বাণিজ্যিক সম্ভাবনা প্রতিফলিত করে।

এ অগ্রগতি এমন একসময়ে এলো যখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছরের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট স্থগিত করেছে। প্রায় এক বছর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এই বহুল প্রতীক্ষিত রুটটি পুনরায় চালু করা হয়েছিল।

ফ্লাইট স্থগিতের কারণ হিসেবে হজ মৌসুম, উড়োজাহাজের সংকট এবং আর্থিক অস্থিতিশীলতাকে উল্লেখ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বাংলাদেশ দূতাবাস, টোকিও থেকে জানা গেছে, ব্যবসা, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য এই রুটে সরাসরি আকাশপথ সংযোগ পুনঃস্থাপনের বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে দূতাবাস।

সূত্র: বাসস

এমএমএ/এমকেআর/এমএস