সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: শিশু আয়েশার মৃত্যু
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট/ফাইল ছবি
পুরান ঢাকার সূত্রাপুর থানার কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু আয়েশার (১) মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) দিনগত রাত ১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আরও পড়ুন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান আয়েশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আয়েশা শরীরের ৬৩ শতাংশ দগ্ধ ছিল। এখনো চারজন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রিপনের শরীরের ৬০ শতাংশ, রোকনের ৬০ শতাংশ, তামিমের ৪২ শতাংশ ও চাঁদনীর ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে হাই ডিফেন্সিভ ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।
এর আগে তাদের জাতীয় বার্নে নিয়ে যাওয়া প্রতিবেশী জাকির হোসেন জানান, কাগজিটোলার ওই বাসার নিচতলায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে তারা দগ্ধ হন। পরিবারটি ওই বাসায় নতুন ভাড়াটিয়া হিসেবে এসেছিল। রাতে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘুমন্ত অবস্থায় তারা দগ্ধ হন। দগ্ধদের মধ্যে রিপন পেশায় ভ্যানচালক।
এমইউ/ইএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নানা মাধ্যমে গণভোট নিয়ে অপপ্রচার চলছে: সিএ প্রেস উইং ফ্যাক্ট
- ২ গণভোটে অংশ নিন, ‘হ্যাঁ’ তে সিল দিন: প্রধান উপদেষ্টা
- ৩ ১ ফেব্রুয়ারির মধ্যে রাজউকের সার্ভার সচলের আশ্বাস চেয়ারম্যানের
- ৪ শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে কারাদণ্ড-জরিমানা
- ৫ জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩