ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. সোহেল (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কারারক্ষী সাদেকুল বলেন, রাতের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কয়েদি হিসেবে ছিলেন। নিহত ব্যক্তির বাসা খিলগাঁওয়ে ঠেকপাড়ায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
এমআরএম
বিজ্ঞাপন
সর্বশেষ - জাতীয়
- ১ চেকইন লাগেজে সোনার গহনা বহনের আগে এয়ারলাইন্সকে জানাতে হবে
- ২ শাহজালালে যাত্রীর লাগেজ থেকে সোনার চেইন-কানের দুল চুরির অভিযোগ
- ৩ এস আলম ও সিকদার পরিবারসহ ২৬ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত
- ৪ সরকারি কর্মচারীদের চিকিৎসা, দাফন-অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান বাড়ল
- ৫ প্রধান উপদেষ্টাকে স্মৃতিকথা শোনালেন নিহত ৩ শিক্ষকের স্বজনরা