সূত্রাপুরে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ পাঁচজনের মধ্যে ৪ জনই মারা গেলেন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট/ফাইল ছবি
রাজধানীর সূত্রাপুর কাগজিটোলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক রিপন মিয়া (৩৫) মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, পুরান ঢাকার সূত্রাপুর কাগজিটোলায় গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে ৪ জনই মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রিপন মিয়া মারা যান। তার শরীরে ৬০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে তিনজন মারা গেছেন। চাঁদনী নামের আরেকজন চিকিৎসাধীন। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ, আশঙ্কাজনক অবস্থায় আছেন।
- আরও পড়ুন:
সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: শিশু আয়েশার মৃত্যু
রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু
পুরান ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫
১০ জুলাই দিবাগত রাত ১টার দিকে সূত্রাপুর কাগজিটোলা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন, ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে রোকন (১৪), মেয়ে আয়শা (দেড় বছর) ও তামীম (১৮)।
তাদের নিয়ে আসা প্রতিবেশী জাকির হোসেন জানান, সুত্রাপুরে কাগজিটোলায় একটি বাসার নিচ তলায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। ওই বাসায় তারা নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছিল। রাতে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ওই সময় তারা সবাই ঘুমিয়ে ছিল।
কাজী আল-আমিন/জেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের স্ত্রী-শ্যালক গ্রেফতার
- ২ আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা
- ৩ হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩
- ৪ মণিপুরী জীবনধারা নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোকচিত্র প্রদর্শনী
- ৫ বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জমকালো এয়ার শো