দক্ষিণ বনশ্রীতে স্ত্রীর সঙ্গে কলহের জেরে যুবকের গলায় ফাঁস
ফাইল ছবি
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে জীবন সরদার (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত জীবনের ভাই ইমন সরকার বলেন, আমার ভাই একটি নির্মাণাধীন ভবনে কেয়ারটেকার ছিলেন। রাতে স্ত্রীর সঙ্গে কলহের জেরে নিজ রুমে গিয়ে আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
তিনি জানান, তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে। বাবার নাম বাবুল সরদার। দক্ষিণ বনশ্রীর কে ব্লকের ১৮ নম্বর রোডের টিনশেড বাসায় ভাড়া থাকতেন জীবন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/বিএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের স্ত্রী-শ্যালক গ্রেফতার
- ২ আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা
- ৩ হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩
- ৪ মণিপুরী জীবনধারা নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোকচিত্র প্রদর্শনী
- ৫ বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জমকালো এয়ার শো