মগবাজারে গৃহবধূর মরদেহ উদ্ধার
রাজধানীর মগবাজারের আমবাগান এলাকার একটি টিনশেড বাসা থেকে মোছা. পারভিন আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুর একটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
পারভিনকে হাসপাতালে নিয়ে আসা আল-আমিন জানান, স্বামী সাগর শরীফের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে ছয় মাসের বাচ্চার সামনে ফাঁসি দেন পারভিন। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পারভিন মাদারীপুর সদর জেলার শিলারচর গ্রামের মৃত চান মিয়া মাতব্বরের মেয়ে। বর্তমানে মগবাজার আমবাগান ৪০ ঘর এলাকার টিনশেড বাসায় স্বামী-সন্তানসহ থাকতেন। তার দুই ছেলে, ছোট ছেলের বয়স ৬ মাস ও বড় ছেলের বয়স ৭ বছর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ প্রকৌশলীদের দাবি নিয়ে সুপারিশ দিতে কমিটির মেয়াদ আরও বাড়লো
- ২ সূত্রাপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের ঢামেকে মৃত্যু
- ৩ জুলাই অভ্যুত্থানের তথ্য সংরক্ষণ করবে ‘মনসুন প্রোটেস্ট আর্কাইভস’
- ৪ হজে বাংলাদেশি ২০% যাত্রী যাবেন মদিনা দিয়ে, ফিরবেন ৩০ শতাংশ
- ৫ আজকের আবহাওয়া: ঢাকায় কমছে তাপমাত্রা, অনুভূত হচ্ছে শীত