জুলাই গণঅভ্যুত্থান
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মানে ডকুমেন্টারি
স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’ শীর্ষক ডকুমেন্টারি।
প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান।
‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’ ডকুমেন্টরির প্রসঙ্গ ও প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, শিক্ষার্থীদের বিক্ষোভ দমনের কৌশল হিসেবে তৎকালীন ফ্যাসিবাদী সরকার যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বলপূর্বক বন্ধ করে দিয়েছিল, তখন বীরদর্পে এগিয়ে আসেন এদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনে এই সাহসী শিক্ষার্থীরাই অন্যতম প্রধান ভূমিকা রেখেছিলেন।
নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, ড্যাফোডিল, ইউল্যাব, ইউডা, ইন্ডিপেন্ডেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, প্রাইম এশিয়া, স্ট্যামফোর্ড, ইউআইটিএসসহ অসংখ্য বিশ্ববিদ্যালয়ের হাজারও শিক্ষার্থী নতুন বাজার, রামপুরা, উত্তরা, বাড্ডা, ধানমণ্ডি, মোহাম্মদপুরসহ ঢাকার উত্তর ও মধ্যাঞ্চলে প্রতিরোধের দুর্গ গড়ে তোলেন।
ঢাকার বাইরে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় বিজিসি ট্রাস্ট ও প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম; রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়; খুলনায় নর্দান ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রাখেন।
সুচিস্মিতা তিথি বলেন, এই শিক্ষার্থীদের গুলি ছুড়ে, এলাকায় এলাকায় ব্লক রেইড-আটক-গ্রেফতার-অভিযান চালিয়েও দমিয়ে রাখতে পারেনি তৎকালীন স্বৈরাচারী সরকার। আজ (শুক্রবার)বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবসে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত শিক্ষার্থীদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।
এমইউ/এএমএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ধনী দেশগুলোর কাছে জলবায়ু ক্ষতিপূরণ ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
- ২ বিজয় দিবসে পুরাতন বিমানবন্দর ও এর আশপাশে ড্রোন না ওড়ানোর অনুরোধ
- ৩ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে শিক্ষার্থী-সাধারণ মানুষের ঢল
- ৪ হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
- ৫ ওসমান হাদি বিপ্লবী নতুন বাংলাদেশের মুখ: প্রেস সচিব