ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

গাবতলী থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস

প্রকাশিত: ০৫:৪০ এএম, ৩১ ডিসেম্বর ২০১৪

জামায়াতের ডাকা হরতালের কারণে গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না। গাবতলী গিয়ে দেখা যায়, বাসস্ট্যান্ডে সারি সারি গাড়ি রয়েছে।

দূরপাল্লার বাস না ছাড়লেও গাবতলী থেকে লোকাল বাসগুলো চলাচল করছে। এসব বাস গাবতলী থেকে পাটুরিয়া-আরিচা পর্যন্ত চলাচল করছে।

গাবতলী হানিফ পরিবহণের কাউন্টার সুপারভাইজার হান্নান জানান, হরতালের কারণে কোনো যাত্রী আসেনি। তা ছাড়া হরতালে গাড়ি ছাড়াটাও অনেকটা ঝুঁকিপূর্ণ। তাই কোনো গাড়ি ছাড়া হচ্ছে না। তবে রাতে পরিস্থিতি বুঝে গাড়ি ছাড়া হতে পারে।

শ্যামলী পরিবহণ কাউন্টারের সুপারভাইজার সোহেল জানান, সকাল থেকে কোনো যাত্রী আসেনি। হরতালে রিস্ক নিয়ে মালিকপক্ষ গাড়ি ছাড়তেও চায় না। তবে সন্তোষজনক যাত্রী পাওয়া গেলে পরিস্থিতি বুঝে সন্ধ্যার দিকে গাড়ি ছাড়তে পারে। এ ছাড়া নিয়মিত রাত্রীকালীন শিডিউল অনুযায়ী গাড়ি ছাড়া হবে।