ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানিতে এটিজেএফবির শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫১ এএম, ২২ জুলাই ২০২৫

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (এটিজেএফবি)।

সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় ফোরামের সভাপতি তানজিম আনোয়ার এবং সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব বলেন, এই দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থী ও বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ অনেকের প্রাণহানি হয়েছে। এত প্রাণহানি ও আহত হওয়া শুধু একটি মর্মান্তিক ঘটনা নয়, এটি জাতির জন্য এক গভীর বেদনার মুহূর্ত।

এটিজেএফবির নেতৃবৃন্দ নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তারা দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়িত্ব নিরূপণ, এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ ও সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এমএমএ/এমআইএইচএস