ডেমরায় মোবাইলচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
ফাইল ছবি
রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন ভবনে মোবাইলচোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) দিনগত রাত ৩টার ডেমরার শাপলা চত্বর এলাকায় এ ঘটনায় ঘটে। বুধবার (২৩ জুলাই) দুপুরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কাকুল মিয়া বলেন, আমরা জানতে পেরেছি গতকাল রাত ৩টার দিকে ডেমরার একটি নির্মাণাধীন ভবনে মোবাইল চুরি করতে গিয়ে শ্রমিকদের গণপিটুনির শিকার হন ওই যুবক। এতে গুরুতর আহত হন তিনি।
তিনি বলেন, নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আমরা সিআইডির ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তার চেষ্টা চলছে। তার মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।
কাজী আল-আমিন/বিএ/জিকেএস