ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাগরে লঘুচাপ হতে পারে, দেশজুড়ে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৩ জুলাই ২০২৫

পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ।

আরও পড়ুন

আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টির ফলে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। প্রথম দিকে উপকূলে বেশি বৃষ্টি হবে। এরপর উত্তরাঞ্চলেও ভারী বৃষ্টি হতে পারে।

আরএএস/বিএ/এমএস