ডেনমার্কের ভিসা নিয়ে প্রতারণার ফাঁদ, সতর্ক করলো দূতাবাস
ডেনমার্কের ভিসা নিয়ে প্রতারণা হচ্ছে জানিয়ে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে দেশটির ঢাকাস্থ দূতাবাস।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দূতাবাস তাদের ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে বাজারে ডেনমার্কের জাল ভিসা ঘুরছে, যা ব্যবহার করলে আবেদন বাতিল হতে পারে বা জাল ভিসা হাতে পেতে পারেন আবেদনকারীরা।
দূতাবাস জানিয়েছে, কেউ যদি কোনো এজেন্ট বা ভিসা প্রসেসিং কোম্পানির মাধ্যমে ডেনমার্কের ওয়ার্ক পারমিট বা ভিসার জন্য আবেদন করেন, তাহলে তার আবেদন বাতিল হতে পারে বা তিনি জাল ভিসা পেতে পারেন।
তাই সঠিক প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানিয়ে দূতাবাস জানিয়েছে, আবেদনকারীদের অনলাইনে আবেদন ও ফি প্রদান করতে হবে। এরপর ভিএফএস গ্লোবালে আবেদনপত্র জমা দিতে হবে এবং বায়োমেট্রিকস দিতে হবে।
আবেদনকারীর দেওয়া যোগাযোগের ফোন নম্বরটি অবশ্যই তার নিজের হতে হবে, এ বিষয়েও সতর্ক করেছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার ডেনমার্ক দূতাবাসের কোনো এজেন্ট বা ভিসা প্রসেসিং কোম্পানির সঙ্গে কোনো ধরনের চুক্তি নেই। তারা শুধু ভিএফএসের মাধ্যমে জমা দেওয়া ভিসা আবেদন গ্রহণ করে।
দূতাবাস জানিয়েছে, যেকোনো ধরনের প্রতারণার ফাঁদ থেকে দূরে থাকতে এবং সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হলে আবেদনকারীদের সতর্ক হতে হবে।
জেপিআই/এমকেআর/এএসএম