ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘ মানবাধিকার মিশন আমাদের স্বার্থেই, চাইলে সরিয়ে দেওয়া যাবে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৪ জুলাই ২০২৫

ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের কার্যালয় (ওএইচসিএইচআর) আমাদের স্বার্থেই স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, চাইলে ৬ মাসের নোটিশে যে কোনো সময় সরিয়ে দেওয়া যাবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ঢাকায় মানবাধিকার হাইকমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে বিশেষজ্ঞরা ভিন্নমত পোষণ করছেন— উল্লেখ করে এ বিষয়ে তার অবস্থান জানতে চান একজন সাংবাদিক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ অফিস স্থাপনের বিষয়ে দুই বছর পর রিভিউ করা যাবে। চাইলে ৬ মাসের নোটিশে যে কোনো সময় সরিয়ে দেওয়া যাবে। তবে আমার মনে হয় না, সেরকম পরিস্থিতি সৃষ্টি হবে।

তিনি বলেন, আমরা তো নিজেদের স্বার্থ দেখেই কাজটি করেছি। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের প্রস্তাবের পরপরই যে একটি অ্যাগ্রিমেন্ট সই করে দিয়েছি- এমন নয়, আমরা দীর্ঘ সময় নিয়েছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‌‘আমাদের স্বার্থ যেন ক্ষুণ্ন না হয়, সেটা দেখেই করেছি। তবে বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে,’ মন্তব্য করেন তৌহিদ হোসেন।

গত ২৯ জুন আইন উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশে ওএইচসিএইচআরের অফিস খোলার বিষয়টি এক সংবাদ সম্মেলনে প্রথম জানান। এর এক মাসেরও কম সময়ে সরকারের সঙ্গে এক সমঝোতা স্মারক সইয়ের মধ্যদিয়ে ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশন চালু হতে যাচ্ছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের পক্ষ থেকে ঘোষণার একদিন পর শনিবার সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক ঘোষণা হয়। ১৯তম দেশ হিসেবে বাংলাদেশে এ কার্যালয় স্থাপন করতে যাচ্ছে সংস্থাটি।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (১৯ জুলাই) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘মানবাধিকার সুরক্ষা ও বিকাশে সহায়তা করার লক্ষ্যে একটি মিশন খোলার জন্য ওএইচসিএইচআর ও বাংলাদেশ সরকার তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক সই করেছে।’

তবে বিশ্লেষকদের আশঙ্কা, এ পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে সংকটাপন্ন দেশগুলোর কাতারে ফেলবে। এর বিরূপ প্রভাব পড়তে পারে বিদেশি বিনিয়োগ, কূটনৈতিক সম্পর্ক ও অভ্যন্তরীণ নীতিনির্ধারণে।

জেপিআই/এমএএইচ/

বিজ্ঞাপন