ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিজেরা পরিষ্কার না হলে কোনো জাতি পরিষ্কার হবে না: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৭ জুলাই ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এবারের বৃক্ষমেলায় ভলান্টিয়ার দিয়েছিলাম বন বিভাগ থেকে। আমি জানি না তারা কতটা নিয়মিত কাজ করেছে। কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্নতা এমন একটা দিক যেটার প্রতি কিন্তু আমাদের জাতি হিসেবেই খেয়াল রাখতে হবে। আমরা পরিষ্কার না হলে, কোনো জাতি পরিষ্কার হবে না। গত পরশু যখন মেলায় গিয়েছিলাম তখনও দেখেছি, মানুষ খেয়ে উচ্ছিষ্ট ফেলে রাখছে।

রোববার (২৭ জুলাই) বন অধিদপ্তরের আয়োজনে জাতীয় বৃক্ষমেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বন অধিদপ্তরের কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা বলেন, আমরা এবার লটারিতে স্টল বরাদ্দ দিয়েছি। স্টল বরাদ্দের নীতিমালা আবার একটু মূল্যায়ন করছি। সেখানে সর্বোচ্চ স্বচ্ছতা রেখে স্টল বরাদ্দ দিয়েছি। এবার বন বিভাগের সঙ্গে অন্যান্য বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা এ প্রক্রিয়ায় ছিলেন। আপনারা অনেকেই বেশ বিপন্ন ও দুর্লভ প্রজাতির দেশি গাছ এনেছিলেন। অনেকে বিদেশি গাছও এনেছিলেন। আপনাদের বিশেষ অভিনন্দন।

তিনি আরও বলেন, এই যে মানুষকে গাছের সঙ্গে, প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার গুরুদায়িত্বটা পালন করে যাচ্ছেন সেজন্য আপনাদের (নার্সারি মালিক) ধন্যবাদ। আপনারা জনগণের সঙ্গে পরিবেশের একটা সরাসরি সম্পর্ক স্থাপন করেন।

নার্সারি মালিকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে- নার্সারিতে পলিথিন শপিং ব্যাগে যদি আপনারা চারাটা দেন, সেটা পরিবেশের সঙ্গে সাংঘর্ষিক। এটা আমাদের অবশ্যই পরিহার করতে হবে।

তিনি বলেন, এবার যেসব শিক্ষার্থী পুরস্কার পেয়েছে ও বিগত বছরে যারা পেয়েছে তাদের নিয়ে আমরা ছাত্রসমাজে একটা ভলান্টিয়ার গ্রুপ করব। ১৬ কোটি মানুষের দেশে কেন লোকবলে অভাব হবে? সরকারি বাহিনী দিয়ে ভলেন্টিয়ার হয় না। এসব শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে কাজ করবে।

আরএএস/এএমএ/এমএস