আলী রীয়াজ
‘জুলাই সনদের’ খসড়া সব রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ড. আলী রীয়াজ/ছবি জাগো নিউজ
জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
তিনি বলেন, আমরা তাদের অনুরোধ করেছি যদি কোনো সুপারিশ, পরামর্শ বা পরিবর্তনের কথা তারা বলতে চান সেগুলো যেন ৩০ জুলাই দুপুর ১২টার মধ্যে আমাদের জানানো হয়।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, আলোচনা হচ্ছে৷ সেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো তার (জুলাই সনদ) মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।
এনএস/এমকেআর/এএসএম