ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ

আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা করবে দুদক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২৯ জুলাই ২০২৫

নাট্যব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দেড়শ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে এ মামলা অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম মামলা অনুমোদনের বিষয়টি জানান।

মামলায় আসাদুজ্জামান নূরের নামে ৫ কোটি ৩৭ লাখ এক হাজার ১৯০ টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগ আনা হবে। এছাড়া ১৯টি ব্যাংক হিসাবে ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা ও ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলনসহ মোট ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হবে।

আরও পড়ুন

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য হন আসাদুজ্জামান নূর। পরে আরও চারটি নির্বাচনে বিজয়ী হন। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সংস্কৃতিমন্ত্রী হন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর বেইলী রোড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এসএম/কেএসআর/এমএস