ঢাকায় কোস্টগার্ডের মাদকবিরোধী কর্মশালা
রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে মাদকবিরোধী কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (৩০ জুলাই) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জনগণের সার্বিক নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি কোস্টগার্ড জনসেবায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড ঢাকা জোন ঢাকার শেরেবাংলা নগর এলাকায় সরকারি সংগীত কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ শীর্ষক মাদকবিরোধী বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার প্রতিনিধি এবং কলেজের শিক্ষার্থীসহ তরুণ ও তরুণীরা অংশগ্রহণ করে।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
টিটি/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে