ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আসকের বিবৃতি

মানবপাচার মানুষের মর্যাদা ও অধিকার লঙ্ঘনের এক ভয়াবহ রূপ

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৮ পিএম, ৩০ জুলাই ২০২৫

মানবপাচার মানুষের মর্যাদা ও অধিকার লঙ্ঘনের এক ভয়াবহ রূপ। এটি কোনো একক ব্যক্তির অপরাধ নয়, এটি একটি গুরুতর মানবাধিকার সংকট।

বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার (৩০ জুলাই) এক বিবৃতিতে এ মন্তব্য করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের সই করা বিবৃতিতে সংগঠনটি জানায়, নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি মানবপাচারের ঝুঁকিতে থাকলেও রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিরোধ, বিচার ও পুনর্বাসন এখনো দৃশ্যমান নয়।

এ সংকট মোকাবিলায় রাষ্ট্রের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে সম্মিলিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করে আসক।

‘সংগঠিত অপরাধ মানবপাচার, বন্ধ হোক শোষণের অনাচার’- প্রতিপাদ্যে এ বছরের বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত হচ্ছে।

আসক বলছে, বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে মানবপাচার একটি ক্রমবর্ধমান উদ্বেগজনক সমস্যা হয়ে উঠেছে। বিশেষ করে নারী, শিশু, দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অর্থনৈতিকভাবে প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

বিবৃতিতে বলা হয়, পাচারের শিকার ব্যক্তিরা শ্রমশোষণ, যৌন নিপীড়ন, গৃহশ্রমে নির্যাতন ও জোরপূর্বক বিয়ের মতো বাস্তবতার মুখোমুখি হন। অধিকাংশ ক্ষেত্রেই তারা ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার থেকে বঞ্চিত হন।

সংগঠনটি মনে করে, মানবপাচার প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি একটি মানবিক ও নৈতিক বাধ্যবাধকতা। কার্যকর আইনি কাঠামো প্রয়োগ, ভুক্তভোগীদের মর্যাদাসম্পন্ন সহায়তা এবং সংঘবদ্ধ পাচারচক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এখন সময়ের দাবি।

প্রতিটি মানুষের নিরাপদ, শোষণমুক্ত ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করাই হওয়া উচিত সমাজ ও রাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার, বিবৃতিতে উল্লেখ করে আসক।

জেপিআই/এমকেআর/জিকেএস