টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব, কল্যাণ বোর্ডে নতুন ডিজি
দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এছাড়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ওএসডি এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়ে বুধবার (৩০ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পদায়ন করা হয়েছে।
আর মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) তসলিমা কানিজ নাহিদাকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সরকারি কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারি কল্যাণ বোর্ডের মহাপরিচালকের পদটি সচিব পদমর্যাদার।
আলাদা প্রজ্ঞাপনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মো. নূরুল বাসিরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিনকে প্রেষণে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি পানি সম্পদ মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।
আরএমএম/এমআইএইচএস/জিকেএস