পুলিশ সদর দপ্তর
জুলাই অভ্যুত্থানে নাফিজ হত্যায় এডিসি তয়াছির বাবু জড়িত নন
শহীদ গোলাম নাফিজের মরদেহ হাসপাতালে নিয়ে যান এক রিকশাচালক/ ছবি- সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাফিজ হত্যাকাণ্ডে ডিএমপির সংশ্লিষ্টতার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ বলছে, নাফিজ যে স্থানে গুলিবিদ্ধ হন সেখানে এডিসি তয়াছির বাবু উপস্থিত ছিলেন না। ওই সময়ে তিনি নিরস্ত্র অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্বে নিয়োজিত ছিলেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে জুলাই- ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদ নাফিজের বাবার অভিযোগ সংক্রান্ত ব্যাখ্যায় এ তথ্য জানানো হয়।
- আরও পড়ুন
জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে ক্ষতিপূরণের মামলা করবে জামায়াত
১০০ আসনে হবে সংসদের উচ্চকক্ষ, পিআর পদ্ধতিতে সদস্য মনোনয়ন
পুলিশ সদর দপ্তর বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ নাফিজ হত্যাকাণ্ডে তৎকালীন ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মদ তয়াছির জাহান বাবুর (বর্তমানে কক্সবাজারে এপিবিএন-১৪ তে অতিরিক্ত পুলিশ সুপার) সংশ্লিষ্টতার অভিযোগ সম্প্রতি উত্থাপিত হয়েছে। প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডে এডিসি তয়াছিরের সংশ্লিষ্টতার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।
শহীদ গোলাম নাফিজ যে স্থানে গুলিবিদ্ধ হন সেখানে এডিসি তয়াছির উপস্থিত ছিলেন না। ওই সময়ে তিনি নিরস্ত্র অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।
টিটি/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে