ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৪৫ কোটি টাকা পাচার

ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলসহ ২৪ জনের নামে দুদকের মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১০ এএম, ০১ আগস্ট ২০২৫

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জমি কেনাবেচার অর্থ থেকে ৪৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুদকের উপ-পরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে মামলাটি করেন।দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে রাজধানীর তোপখানা রোডের ৩৩ দশমিক ৫৬ শতাংশ জমি ও ভবন ২০৭ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকায় কেনাবেচা করেন। এ অর্থ থেকে ৪৫ কোটি টাকা টাকা আত্মসাৎ ও পাচার করা হয়। ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে এ ঘটনা সংঘটিত হয়।

মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ছাড়াও প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক এম এ খালেক, সাবেক পরিচালক মো. হেলাল মিয়া, শারিয়ার খালেদ, নাজনীন হোসেন, খন্দকার মোস্তাক মাহমুদ, ডা. মো. মনোয়ার হোসেন, কে এম খালেদ, অধ্যাপক ইফফাৎ জাহান, মো. মিজানুর রহমান, মোজাম্মেল হোসেন, রাবেয়া বেগম, ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন, কাজী ফরিদ উদ্দিন আহমেদ, মো. হেমায়েত উল্লাহ, সৈয়দ আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার আমির হোসেন, তাসলিমা ইসলাম, সাবিহা খালেক, সারওয়াৎ খালেদ সিমিন, মো. আজহার খান, মো. সোহেল খান, গোলাম কিবরিয়া ও এস এম মোর্শেদকে আসামি করা হয়েছে।

এসএম/এমএএইচ/এমএস