ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের র‍্যালি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০২ আগস্ট ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) র‍্যালিটি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। এছাড়া, মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা র‍্যালিতে অংশ নেন।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আয়োজিত এ র‍্যালিতে অনেকের হাতে গণ-অভ্যুত্থানের বার্তা-লেখা প্ল্যাকার্ড ছিল।

আরএমএম/জেএইচ/এএসএম