ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৫৩ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৩ আগস্ট ২০২৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৮২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৩১ জন।

রোববার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৩১ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৩৫৩ জনকে।

অভিযানে উদ্ধার করা হয়েছে দেশীয় রিভলবার ১টি, দেশীয় একনলা বন্দুক ২টি, কার্তুজ ৪ রাউন্ড, দেশীয় এলজি ১টি, বার্মিজ চাকু ১টি, চাইনিজ কুড়াল ১টি ও হ্যান্ডকাপ ১টি।

কেআর/জেএইচ/জেআইএম