ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৩ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. তাওহীদ ইসলাম বিজয় (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত বিজয় ধানমন্ডির ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমার শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বিজয় নারায়ণগঞ্জ ফতুল্লা থানা এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।

নিহতর ভাই মো. রাতুল জানান, মোটরসাইকেল চালিয়ে শীতলক্ষ্যা সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় তার ভাই। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এএমএ/জেআইএম