সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তার স্ত্রীর নামে মামলা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর/ফাইল ছবি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তার স্ত্রী মে হ্লা প্রুর নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি জানিয়েছেন।
প্রথম মামলায় বীর বাহাদুরের বিরুদ্ধে ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ১৩ টি ব্যাংক হিসেবে ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় মামলায় বীর বাহাদুর ছাড়া তার স্ত্রীও আসামি হয়েছেন। মে হ্লা প্রুর বিরুদ্ধে ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৬টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৮১৪ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের পর এই সংসদ সদস্যর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বীর বাহাদুর তার স্ত্রী মে হ্লা প্রু ও তাদের সন্তান উ সিং হাই, থোওয়াই শৈ ওয়াং এবং ম্যা ম্যা খিং ভেনাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।
এসএম/এমআইএইচএস/জেআইএম