আগস্টজুড়ে ভ্যাপসা গরমের আভাস, হতে পারে বন্যাও
আবহাওয়া অফিস/ ফাইল ছবি
চলতি মাসে ভারী বৃষ্টিপাত থেকে বন্যা ও তাপপ্রবাহ থেকে ভ্যাপসা গরম অনুভব হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (৩ আগস্ট) মাসব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, আগস্টে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে দু-একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশের কোথাও কোথাও ৫ থেকে ৬ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশে বিচ্ছিন্নভাবে দু-একটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।
নদ-নদীর অবস্থা জানিয়ে পূর্বাভাসে আরও বলা হয়, আগস্ট মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ-নদীসমূহের পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আরএএস/এমআইএইচএস/এমএফএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা রক্ষায় প্রধান উপদেষ্টার দৃঢ় অঙ্গীকার
- ২ অনানুষ্ঠানিক শ্রমিকদের অধিকাংশই স্বীকৃতির বাইরে
- ৩ টিফা বৈঠকের আগে আরসেপে যোগদানে বাংলাদেশকে সমর্থন অস্ট্রেলিয়ার
- ৪ ‘পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে মনোভাব জাগ্রত করতে হবে’
- ৫ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে একযোগে কাজ করবে চসিক-এমএসএফ