উত্তরায় ‘মুগ্ধ মঞ্চের’ উদ্বোধন
জুলাইয়ের বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণে নির্মিত মুগ্ধ মঞ্চের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) রাজধানীর উত্তরায় নব নির্মিত ‘মুগ্ধ মঞ্চের’ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং মীর মুগ্ধ মঞ্চ কমিটির যৌথ উদ্যোগে এ মঞ্চ স্থাপন করা হয়।

মুগ্ধ মঞ্চ উদ্বোধন করে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, মুগ্ধ মঞ্চ আমাদের মনে করিয়ে দেবে কোনো স্বৈরাচারী ব্যবস্থা এ দেশে টিকতে পারবে না। সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের কাঠামোগত সংস্কার চালিয়ে যেতে হবে এবং দেশের সর্বস্তর থেকে ফ্যাসিবাদের বীজ উপড়ে ফেলতে হবে।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানসহ সরকারের উপদেষ্টা, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন প্রজন্মের তরুণ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
এমএমএ/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে