নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে মারলো ছেলে
ফাইল ছবি
চট্টগ্রামের বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের হাতে দুলাল রুদ্র নামে এক ব্যক্তি খুন হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় বাঁশখালী থানাধীন চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল গ্রামের রুদ্রপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর স্থানীয়রা হামলাকারী তপন রুদ্রকে (২২) ধরে পুলিশে দিয়েছে। তাকে বুধবার (৬ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, মাদকের টাকার জন্য নিজের পিতাকে কুপিয়ে হত্যা করেছেন গ্রেফতার তপন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তপন রুদ্র বাঁশখালী মিয়ার বাজার এলাকার একটি সেলুনে কাজ করতো। কিছুদিন আগে সেটি বন্ধ হয়ে যাওয়ার পর সে বেকার হয়ে পড়ে। এরপর মাদকাসক্ত হয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় তপন তার বাবার কাছে মাদকের জন্য টাকা চায়। কিন্তু বাবা টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তপন ক্ষিপ্ত হয়ে একটি ধারালো দা দিয়ে দুলাল রুদ্রকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন তপন রুদ্রকে ধরে পুলিশে সোপর্দ করে।
পরে স্থানীয়রা দুলালকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মারা যান।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পূর্ব চাম্বলে পিতা দুলাল রুদ্র হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তপন রুদ্রকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
এমডিআইএইচ/এএমএ