ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মিতু হত্যা : আটক গুন্নু ও রবিন ৭ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১০:৪০ এএম, ১২ জুন ২০১৬

চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক গুন্নু ও রবিনকে ৭ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশিদের আদালত এ আদেশ দেন।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শাহ জামান রবিন (২৮) ও সাবেক শিবির কর্মী আবু নছর গুন্নুকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার কামরুজ্জামান। শুনানি শেষে আদালত ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশের পক্ষ থেকে দুই আসামির আলাদাভাবে ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত দু’জনের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার রহস্য উদঘাটন হবে বলে আশা করা হচ্ছে।’

এর আগে বুধবার (৮ জুন) সকালে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ থেকে আবু নছরকে এবং শনিবার (১১ জুন) সকালে নগরীর বায়েজিদ থানার শীতলঝর্ণা এলাকা থেকে সন্দেহভাজন যুবক শাহ জামান রবিনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন মিতু।  

জীবন মুছা/জেএইচ/এমএস

আরও পড়ুন