মাদক সেবন ও বিক্রির অপরাধে ৮ জনকে সাজা
রাজধানীতে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের অপরাধে ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা পুলিশের মহানগর পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, রাজধানীর হাজারীবাগ, মোহাম্মদপুর ও রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
পরে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এর ভ্রাম্যমান আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন বলে জানান তিনি।
জেইউ/আরএস/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত