ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাংস্কৃতিক উপস্থাপনায় মুখরিত ‘প্রাণ জুনিয়র কিংডম’ মেলা

প্রকাশিত: ০৭:৪৭ এএম, ০২ জানুয়ারি ২০১৫

শুক্রবার বেলা ১১ টা ১৫ মিনিটে “প্রাণ জুনিয়র কিংডম মেলা”র আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যতিক্রমধর্মী উপস্থাপনায় মুখরিত হয়ে উঠেছে মোহাম্মদপুরের ফিজিক্যাল মাঠ।

মেলা মাঠের দক্ষিণ পাশে অবস্থিত বিশাল স্টেজে নৃত্য পরিবেশন, কবিতা আবৃতি, গান পরিবেশনসহ চলছে বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা। এতে অংশ নিয়েছেন রাজধানীর কয়েক’শ শিশু ও তাদের অভিভাবকেরা।

মেলায় নাটোরের বিখ্যাত সাংস্কৃতিক সংগঠন ‘তা থৈ নৃত্যকলা একাডেমী’ তাদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড উপস্থাপনা করেন। এতে জাতীয় পুরুস্কার প্রাপ্ত শিশুসহ বেশ কয়েকজন দক্ষ শিশুশিল্পী অংশ নেন।

তা থৈ নৃত্যকলা একাডেমীর নৃত্য পরিচালক ইফতেখার রহমান সৌরভ জাগো নিউজকে বলেন, ইতিমধ্যে আমাদের শিশু শিল্পী মুন্না, মেহেরু, ঋতু, প্রাপ্তি ও মম সাংস্কৃতিক উপস্থাপনায় অংশ নিয়েছে। তারা সবচেয়ে ভাল শিশুদেরকে নিয়ে এ মেলায় অংশ নিয়েছেন বলেও জানান ‌তিনি।

শুক্রবার সকাল থেকে কয়েক’শ শিশু ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে উৎসবের আমেজ বিরাজ করছে ফিজিক্যাল মাঠে। দুইদিন ব্যাপী এই মেলা শেষ হবে শনিবার।