ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে

প্রকাশিত: ০৯:৫১ এএম, ০২ জানুয়ারি ২০১৫

রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।