ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অবৈধ নিয়োগ

সাবেক দুই উপাচার্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২২ অক্টোবর ২০২৫

নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ভঙ্গ করে অবৈধভাবে উপপরিচালক ও পরিচালক পদে পরিতোষ কুমার বিশ্বাসকে নিয়োগ দিয়ে সরকারের এক কোটি ২৭ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগে খুলনা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২২ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আসামিরা হলেন- অবৈধভাবে নিয়োগ পাওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) পরিতোষ কুমার বিশ্বাস, সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর জামাল হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক (অবসরপ্রাপ্ত) বেনু কুমার দে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহসান হাবীব।

মামলার অভিযোগে বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী অভিজ্ঞতা না থাকা এবং বয়সসীমা অতিক্রম করা সত্ত্বেও উপপরিচালক ও পরিচালক পদে পরিতোষ কুমার বিশ্বাসকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়।

অনুসন্ধানে দেখা যায়—বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে লাভবান হওয়ার উদ্দেশে অবৈধভাবে নিয়োগ দিয়ে সরকারি অর্থের ক্ষতিসাধন করেছেন।

এসএম/এমকেআর/জিকেএস