দুদকের অভিযান
গুলশানে নিয়মবহির্ভূতভাবে ৫০ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল নির্মাণ
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নির্মাণাধীন হাসপাতাল
রাজধানীর গুলশানের উত্তর বারিধারায় আট বিঘা জমিতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় নির্মাণাধীন একটি হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নিয়ম বহির্ভূতভাবে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক এই হাসপাতাল নির্মাণের অভিযোগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই অভিযান চালায় দুদক।
দুদকের জনসংযোগ দপ্তর জানায়, অভিযান পরিচালনাকালে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বর্ণিত প্রকল্প এলাকায় নির্মাণাধীন দুটি ভবনের (একটি দুইতলা ও একটি চারতলা) কাজ দীর্ঘদিন যাবৎ অসমাপ্ত অবস্থায় রয়েছে। পরে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ ও রেকর্ডপত্র সংগ্রহের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ভবনে উপস্থিত হলে জানা যায়, সংশ্লিষ্ট কর্মকর্তারা দাপ্তরিক কাজে ঢাকার বাইরে অবস্থান করছেন।
এর প্রেক্ষিতে প্রকল্প পরিচালক এবং পরিচালক (প্রশাসন), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে। রেকর্ডপত্র প্রাপ্তিসাপেক্ষে তা যাচাই-বাছাইপূর্বক দুদক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
এসএম/ইএ