ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জোটের অংশ হলেও প্রার্থীকে দলের প্রতীকে ভোট করতে হবে: আইন উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:০২ এএম, ২৪ অক্টোবর ২০২৫

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আগামী জাতীয় সংসদ ‌নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী জোট গঠন করলেও জোটের প্রার্থীকে নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

এতে করে প্রার্থী সুনির্দিষ্ট কোন দলের সে সম্পর্কে ভোটাররা পরিষ্কার ধারণা পাবেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, আজ রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সেখানে এ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

এমইউ/ইএ