১২ কেজি এলপিজির দাম কমলো ২৬ টাকা
ফাইল ছবি
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নভেম্বরের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৪১ টাকা থেকে ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) নতুন এ দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এছাড়া অটোগ্যাসের দাম ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে অক্টোবরে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়।
২০২১ সাল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। সংস্থাটি প্রতি মাসের জন্য এলপিজির নতুন দাম নির্ধারণ করে।
এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। আর যানবাহনে ব্যবহৃত হয় অটোগ্যাস।
এনএস/এমকেআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ নানা মাধ্যমে গণভোট নিয়ে অপপ্রচার চলছে: সিএ প্রেস উইং ফ্যাক্ট
- ২ গণভোটে অংশ নিন, ‘হ্যাঁ’ তে সিল দিন: প্রধান উপদেষ্টা
- ৩ ১ ফেব্রুয়ারির মধ্যে রাজউকের সার্ভার সচলের আশ্বাস চেয়ারম্যানের
- ৪ শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে কারাদণ্ড-জরিমানা
- ৫ জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩