পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীকে যে কোনো মূল্যে প্রতিহতের দাবি
জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারের আয়োজন করে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন
পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীকে যে কোনো মূল্যে প্রতিহত ও শান্তিচুক্তি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। রোববার (২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘অশান্ত পাহাড় সার্বভৌমত্বের হুমকি! জাতীয় নিরাপত্তায় করনীয়’ শীর্ষক এক সেমিনারে এ দাবি জানানো হয়।
সেমিনারে বক্তারা পাহাড়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় তারা আরও বেশ কিছু দাবি জানান। দাবিগুলো হলো- ব্যারিস্টার দেবাশীষ রায়, ইয়েন ইয়েন, প্রসীত বিকাশ খিসা, নাথান বম, সন্তু লারমাসহ অন্যদের রাষ্ট্রবিরোধী কার্যক্রমের জন্য আইনের আওতায় আনা, পাহাড়ে সেনাবাহিনী ক্যাম্প এবং বিজিবির বিওপি বাড়ানো, সেনাবাহিনীর মনোবল বৃদ্ধিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়েরর যথাযথ পদক্ষেপ নেওয়া, বিশেষ করে সেনাবাহিনীর হিল ঝুঁকি ভাতা দ্বিগুণ করা এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি-বান্দরবান-রাঙ্গামাটিতে আধুনিক মানের চিকিৎসাসেবা সম্বলিত সিএমএইচ স্থাপন করা। এছাড়া সেনাবাহিনীর পাশাপাশি বিমানবাহীনির হেলিকপ্টার টহল জোরদার করা, পার্বত্যবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক একটি দূরদর্শী পরিকল্পনা করা এবং বাঙালিদের পাহাড়ে সমঅধিকার নিশ্চিত করারও দাবি জানান তারা।
সেমিনারে নিরাপত্তা বিশ্লেষক জেনারেল রোকন উদ্দিন (অব.), সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক প্রকৌশলী খোয়াই চিং মং শাক, নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল আতিকুল হক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব মো. আলমগীর কবির প্রমুখ বক্তব্য দেন।
এমএমএ/এএমএ/এমএস